শীতলক্ষ্যা-ধলেশ্বরী ‘ভয়ংকর’
বিল্লাল হোসাইন, নারায়ণগঞ্জ মেলায় যাবে বলে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিল সদ্য এসএসসি পরীক্ষা দেয়া মো. শাওন (১৬)। রাত ১১টার দিকে বাড়িতে খবর আসে শীতলক্ষ্যা নদীতে খেয়া পারি দেয়ার সময় নৌকাডুবিতে মারা গেছে সে। শাওনের বাড়ি নারায়ণগঞ্জ নগরীর খানপুরে। গত শুক্রবার রাতে বন্দর উপজেলার নবীগঞ্জ…